Saturday, July 4, 2020

তৈলাক্ত ত্বক থেকে মুক্তি পেতে ঘরোয়া পদ্ধতি



মুখের তৈলাক্ত ভাব দূর করতে কিছু উপায় অবলম্বন করতে হবে। দেখে নেই কি কি উপায়ে ত্বকের অতিরিক্ত তেল কমিয়ে আনা যায়।

লবনঃ লবনের এক আকর্ষণীয় গুন রয়েছে যা, আমাদের অনেকেরই অজানা। লবন আমাদের ত্বকের ভিতর থেকে ময়লা ও দূর করার ক্ষমতা রাখে। একটি স্প্রে বোতলে ১ কাপ পানি নিয়ে এতে ১ টেবিল চামচ লবণ গুলে নিয়ে মুখের তৈলাক্ত স্থানটিতে স্প্রে করুন। কিছু সময় অপেক্ষা করে টিস্যু দিয়ে মুখ মুছে ফেলুন। প্রতিদিন ব্যবহারে মুখের তৈলাক্ততা কমে যাবে।

শশা-লেবুঃ ত্বকের তৈলাক্ততা দূর করতে শশা আর লেবু ব্যবহার করা যায়। একটি বাটিতে ১ টেবিল চামচ শসার রস নিয়ে এতে ১ টেবিল চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে, একটি তুলার সাহায্যে মুখে পুরো মিশ্রণটি লাগিয়ে নিন। ৩০ মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে ফেলুন। শশার রস ত্বকের তেল গ্রন্থি থেকে তেল বের করে তৈলাক্ততা দূর করবে, আর লেবুর রসে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট ব্রন উঠার সম্ভবনা কমিয়ে দিবে। ভালো ফল পেতে সপ্তাহে ২-৩ বার ব্যবহার করতে হবে।
মুলতানি মাটি ও গোলাপজলঃ ২ টেবিল চামুচ মুলতানি মাটির সাথে পরিমানমত গোলাপজল নিতে হবে, যেন ঘন পেস্টের সৃষ্টি হয়। এখন পেস্টটি পুরো মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে হালকা কুসুম পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। সপ্তাহে ২/৩ বার ব্যবহারে দ্রুত তৈলাক্ত ত্বক থেকে মুক্তি পাওয়া যাবে।
টমেটোঃ ত্বকের তৈলাক্ত দূর করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে টমেটোর ব্যবহার। টমেটো ত্বকের তেল গ্রন্থি শুকাতে সাহায্য করে। তাই স্থায়ীভাবে তৈলাক্ত ত্বক থেকে মুক্তি পাওয়া যায়। তাই একটি টমেটো নিয়ে ব্লেন্ড করে, টমেটোর পিউরি তৈরি করে, ৫-৭ মিনিটের মুখে লাগিয়ে রাখতে হবে। এরপর পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। প্রতিদিন ব্যবহারে ত্বকের তৈলাক্ততা দূর হয়ে যাবে।

ত্বকের কালচে ভাব দূর করবেন যেভাবে :-


রোদে পুড়ে কিংবা নানা কারণেই ত্বক কালচে হয়ে যেতে পারে। এটি ত্বকের অন্যতম প্রধান সমস্যা। ত্বক যত তৈলাক্ত হবে, ত্বক তত বেশি কালচে হয়ে যাবে। ত্বকের কালচে ভাব দূর করতে কত চেষ্টাই না করি, তবুও কালচে ভাব দূর হয়না। ত্বকের কালচে ভাব দূর করতে প্যাক বানিয়ে নিন, যা দূর্দান্ত কাজ করবে

#উপকরণ:-

() পাকা কলা ১টি

() লেবুর রস চা চামচ

() মধু চা চামচ

#যেভাবে তৈরি করবেন:

প্রথমে কলার খোসা ছাড়িয়ে ভাল করে পিষে নিন বা চটকে নিন। এর পর এর সঙ্গে মধু লেবুর রস দিয়ে ভাল করে মিশিয়ে পেস্টের মতো তৈরি করুন

#ব্যবহারবিধি:

পেস্টটি গোটা ত্বকে ভাল করে লাগিয়ে নিন। মুখ গলার ত্বকেও ভাল করে লাগাবেন। ১৫ মিনিট ভাবেই রেখে দিন। এর পর মুখ ভাল করে ধুয়ে একটি তোয়ালে দিয়ে চেপে চেপে ত্বক শুকিয়ে নিন। তবে তোয়ালে দিয়ে মুখ ঘষবেন না। চেপে ধরে জল শুকিয়ে নিন.

#ভাল ফলাফল পেতে প্যাকটি সপ্তাহে অন্তত বার ব্যবহার করুন

#প্যাকটি কেন উপকারী:

. কলা তৈলাক্ত ত্বকের জন্য অনেক বেশি কার্যকরী। এটি ত্বকের কমলতাও বৃদ্ধি করতে সহায়তা করে

. লেবুর রস ত্বকের তেলতেল ভাব দূর করতে সহায়তা করে এবং ত্বকের উজ্জলতাও বৃদ্ধি করে

. মধু একটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের ব্রণের সমস্যা দূর করে এবং ত্বককে প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে

ব্রণের গর্ত ও দাগ দূর করার উপায়ঃ


ব্রণ নিয়ে আমাদের ভোগান্তির শেষ নেই। ব্রণ চলে গেলেও থেকে যায় ব্রণের গর্ত বা দাগ।…

ব্রণের গর্ত সারাতে কিছু প্রাকৃতিক উপায়-

১. ভিটামিন ই তেল
মুখে ব্রণের গর্ত সারিয়ে নিতে ভিটামিন ই -
ব্রনের গর্তের দাগ সারানোর জন্য সবচেয়ে সহজ ও কার্যকর সমাধান হচ্ছে ভিটামিন ই তেল। এটি ব্রণের গর্তে যাদুর মত কাজ করে। প্রতিদিন অল্প পরিমাণে ভিটামিন ই তেলের ব্যবহারে আপনার মুখমন্ডল হয়ে উঠবে দাগহীন ও উজ্জ্বল। এটি ব্রণের কালো দাগ সারাতেও সাহায্য করে। ভিটামিন ই তেল বাজারে কিনতে পাওয়া যায়। আর না পেলে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করুন।
ভিটামিন ই তেল ব্যবহারের নিয়ম-
প্রথমে সমস্ত মুখমন্ডল তেলমুক্ত ফেইস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিন। তারপর একটা পরিষ্কার পিন বা সূঁচের সাহায্যে ক্যাপসুলটি ফুটো করে তেল নিঃসরণ করুন। তারপর পরিষ্কার হাত দিয়ে মুখে লাগিয়ে নিন। খুব বেশি তৈলাক্ত ত্বক হলে লাগানোর আধ ঘণ্টা পর টিস্যু পেপার দিয়ে অতিরিক্ত তেল চেপে চেপে তুলে নিন। নয়তো সারারাত লাগিয়ে রাখতে পারেন। সমস্যা খুব বেশি না হলে সপ্তাহে ২-৩ বার এভাবে করুন।
২. লেবু
মুখে ব্রণের গর্ত সারিয়ে নিতে লেবুর রস -
লেবু সাইট্রিক এসিডের খুব ভালো উৎস। সাইট্রাস এসিড স্কার বা দাগ সারাতে অনবদ্য। কয়েক গ্লাস লেবুর শরবত পান করলে তার সাইট্রিক উপাদান আপনার দেহের ভেতর থেকে মরা কোষ সারিয়ে ত্বকের রঙ হালকা করতে সাহায্য করে।
লেবুর রস ব্যবহারের নিয়ম-
একটি মাঝারি আকারের লেবুর রস সমপরিমাণ পানির সাথে মিশিয়ে মুখে ঘষুন এতে গর্তের দাগ হালকা হবে। সময়ের সাথে সাথে আপনি পাবেন দাগ মুক্ত ত্বক।
৩. অ্যালোভেরা জেল
মুখে ব্রণের গর্ত সারিয়ে নিতে অ্যালোভেরা জেল -
অ্যালোভেরা জেল প্রকৃতির আশীর্বাদস্বরূপ। এই একটা উপাদান ত্বকের নানা রকম সমস্যা থেকে মু্ক্তি দেয়। টাটকা অ্যালোভেরা জেল ব্যবহার করুন। এখন বিভিন্ন সুপার শপগুলোতে অ্যালোভেরা পাওয়া যায়। সেখান থেকে কাঁচা অ্যালোভেরা কিনে জেল বের করে নিতে হবে। বাইরে থেকে কিনতে না চাইলে নিজের টবেও লাগাতে পারেন অ্যালোভেরা।
অ্যালোভেরা জেল ব্যবহারের নিয়ম-
প্রথমেই একটি আস্ত অ্যালোভেরা নিয়ে সেটিকে ছুঁরির সাহায্যে যে কোন এক দিক থেকে কাটুন। কাটলেই দেখবেন ভেতরে স্বচ্ছ জ়েলীর মত উপাদান, এটি ব্যবহার করুন। দিনে যতবার ইচ্ছা ব্যবহার করতে পারেন। এটি আপনাকে দেবে বিরক্তিকর ব্রণের গর্তের দাগ থেকে মুক্তি।
৪. টমেটো
মুখে ব্রণের গর্ত সারিয়ে নিতে টমেটো -
টমেটোতে আছে ভিটামিন এ, যা সেবামের (sebum) অতিরিক্ত ক্রিয়া বন্ধ করতে সক্রিয় ভূ্মিকা রাখে এবং ব্রণ ও ব্রণের দাগ দুটোই সারিয়ে তোলে। তাছাড়া এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বকের ক্ষয়-ক্ষতি সারিয়ে তুলতেও সাহায্য করে।
দুই গালে টমেটো ব্যবহারের নিয়ম-
মাঝারি আকারের টাটকা টমেটো নিন। একে সমান ২ ভাগে ভাগ করুন। এবার দুই গালে প্রথমে ঘড়ির কাঁটার দিকে এবং তারপর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ম্যাসাজ করুন। এতে যেমন গর্তের দাগ হালকা হবে, তদুপুরি রোদে পোড়া ভাবও কমবে। তাছাড়া এটি অনেক ভালো মেকআপ রিমুভারের কাজও করে থাকে।
৫. অলিভ অয়েল
মুখে ব্রণের গর্ত সারিয়ে নিতে
অলিভ অয়েল একটি জাদুকরী উপাদান। এটি শুধু খাদ্যদ্রব্যই সুস্বাদু করে না, এটি ত্বক পরিচর্যায় ও কার্যকরী ভূমিকা রাখে। এক্সট্রা ভারজিন অলিভ অয়েল দ্রুত ব্রণের গর্ত সারাতে সাহায্য করে। অলিভ অয়েল-এর ময়েশ্চারাইজিং গুণাগুণের কারণে এটি দ্রুত ত্বকের সাথে মিশে যায় এবং গর্ত সারাতে সাহায্য করে।
অলিভ অয়েল ব্যবহারের নিয়ম-
অল্প পরিমাণে অলিভ অয়েল নিয়ে মুখ মন্ডলে মালিশ করুন এবং ভালো ফল পেতে ঘুম যাওয়ার আগে ব্যবহার করুন । ব্রণের গর্ত সারিয়ে নিতে এটি বেশ কার্যকরী।

ব্রন সহজে দূর করা যায় ?

সমাধান---

দই, লেবুর খোসা এবং গোলাপজল একটি বাটিতে এক চা চামচ টক দই, এক চা চামচ লেবুর খোসা বাটা এবং সামান্য একটু

গোলাপজল নিয়ে ভাল করে মিশিয়ে নিন। এবার এটি মুখে লাগিয়ে রাখুন পুরোপুরি না শুকানো পর্যন্ত। পুরো শুকিয়ে গেলে

পানি দিয়ে হালকা হাতে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এই প্যাকটি পোরস, গর্ত ইত্যাদি দূর করার সাথে সাথে আপনার ত্বককে

সুপার হাইড্রেট, ময়েশ্চারাইজ এবং মসৃন করবে। বাড়াবে ত্বকের কোমলতাও।

Dates for Glowing skin




Take 4 - 5 dates and remove the seeds and rinse it thoroughly with water.

Boil half a cup of milk on low flame for 5 minutes. Turn off the flame and add dates to the milk. Make the

date to soak for half an hour.When the dates are tender; using little milk, grind it into a fine paste. Add a

tablespoon of Honey to it. Cleanse your face with a mild cleanser. Apply the mask evenly to your face and

let the face pack stay for 30 minutes. Later scrub it in a circular motion and rinse it with plain water.

তৈলাক্ত ত্বক থেকে মুক্তি পেতে ঘরোয়া পদ্ধতি

মুখের তৈলাক্ত ভাব দূর করতে কিছু উপায় অবলম্বন করতে হবে। দেখে নেই কি কি উপায়ে ত্বকের অতিরিক্ত তেল কমিয়ে আনা যায়। লবনঃ লবনের এক আকর্ষণীয় গুন রয়...